• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

প্রথমবারের মতো ৭৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৫৫

এই প্রথম ৭৫০ সিসির মোটরসাইকেল আনার ঘোষণা দিল রয়েল এনফিল্ড। ইতোমধ্যে এই বাইকটির পরীক্ষা চলছে সড়কে। ৭৫০ সিসির এই বাইকের কোডনেম ‘R2G’। তবে বাজারে এটি ‘ববার’ নামেও আসতে পারে। এখন পর্যন্ত ৬৫০ সিসির বাইক বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। তবে নতুন ক্যাফে রেসার বাইকটি কোম্পানির ইন্টারসেপ্টার ৬৫০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।

যেকোনো নতুন বাইক আনার আগে বেশ কিছুটা সময় নেয় রয়েল এনফিল্ড। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর সম্ভবত ২০২৬-২৭ সালের মধ্যে বাজারে পা রাখবে বাইকটি। সম্ভবত ইন্টারসেপ্টার ৭৫০ মডেলের সঙ্গেই লঞ্চ করবে বাইকটি। রয়্যাল এনফিল্ডের এই নতুন উদ্যোগ বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। এটি কোম্পানির সবচেয়ে বড় মোটরসাইকেল হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্ব বাজারে রয়েল এনফিল্ড বাইকের বেশ সুনাম রয়েছে। কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি, বুলেট, ক্লাসিক ইত্যাদি। তবে এই সমস্ত মোটরবাইকই ৩৫০ সিসি কিংবা ৬৫০ সিসির। এবারই আসছে ৭৫০ সিসির বাইক।

নতুন ক্যাফে রেসারটি একটি বর্লি, মনজা-স্টাইলের সামনের ফেয়ারিং দিয়ে সজ্জিত অবস্থায় দেখা মিসেছে। এটি বাইকটির জ্বালানি ট্যাঙ্কের অর্ধেক অংশ পর্যন্ত বিস্তৃত। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পেছনের দিকের ফুটপেগ বাইকটির আর্গোনমিক্সও স্পোর্টি লুক দিয়েছে।

সিট এবং জ্বালানি ট্যাঙ্কও ৭৫০ সিসি ইন্টারসেপ্টর থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে এবং স্পষ্টতই এই ক্যাফে রেসারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক বাইকের আরেকটি আকর্ষণীয় দিক হলো সিটের নিচে একটি গোলাকার প্যানেল, যা সদ্য লঞ্চ হওয়া বিয়ার ৬৫০ মডেলেও রয়েছে।

হার্ডওয়্যারে সবচেয়ে বড় পরিবর্তন হল সামনের দিকে ডুয়েল ডিস্ক ব্রেকের সংযোজন, যা রয়েল এনফিল্ডের বিদ্যমান ৬৫০ সিসি মডেলের সিঙ্গেল ডিস্ক সেটআপের তুলনায় অনেক বেশি ব্রেকিং ক্ষমতা প্রদান করবে। পরীক্ষামূলক বাইকটি অ্যালয় হুইল ব্যবহার করেছে। সাসপেনশন সেটআপ হিসাবে রয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক। আশা করা হচ্ছে ইউএসডি ফর্ক এর হায়ার মডেলের জন্য সংরক্ষিত থাকবে। ইঞ্জিনের কথা বলতে গেলে, নতুন মোটরটি বিদ্যমান ৬৪৮ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনের তুলনায় ৫-৭ বিএইচপি বেশি ক্ষমতা উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমান মডেলটি থেকে পাওয়া যায় ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক।

রয়েল এনফিল্ডের ৬৫০ সিসি বাইক কন্টিনেন্টাল এবং ইন্টারসেপ্টার যাদের খুব প্রিয় তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে ৭৫০ সিসির নতুন মোটরবাইক। এদিকে রয়েল এনফিল্ড সম্প্রতি ঘোষণা দিয়েছে ইলেকট্রিক বাইক বাজারে আনার।

প্রসঙ্গত, রয়েল এনফিল্ডের এই নতুন মডেলটি কোম্পানির আধুনিক এবং শক্তিশালী মোটরসাইকেল প্রদানে এক নতুন অধ্যায় যোগ করবে। আশা করা হচ্ছে, ক্যাফে রেসার স্টাইলে ডিজাইন করা এই বাইকটি স্পোর্টি লুক এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে বাজারে একটি বিশেষ স্থান অধিকার করবে।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা