• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০২
সংগৃহীত
ছবি:সংগৃহীত

আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন ব্যবহার করার। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। প্রতি বছরই নতুন নতুন মডেলের আইফোন ফোন বাজারে আনেন অ্যাপল। সেই ধারাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ সিরিজ। ফোন লঞ্চ না হওয়ার আগেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এই সিরিজের স্মার্টফোনগুলোতে থাকবে না সিম ট্রে। পাতলা ডিজাইন রাখার জন্য অ্যাপলের এই সিদ্ধান্ত।

এদিকে মানুষের নজর কাড়লেও আইনি বিপাকে পড়তে পারে অ্যাপল, চীনে ব্যান হতে পারে আইফোন ১৭ সিরিজ। এই মুহূর্তে বিশ্বের মধ্যে ফোনের বাজার চীন। আর সেখানেই যদি বিশ্বের সব থেকে প্রিমিয়াম স্মার্টফোন আইফোন ১৭ সিরিজ নিষিদ্ধ হয়, তাহলে বেশ ধাক্কা খেতে পারে অ্যাপল। যার জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন নেই। এই কারণে সে দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন। চীনের নিয়ম এবং অ্যাপলের ডিজাইন পরিকল্পনার মধ্যে এই সংঘাত ফোনটিকে চীনের বাজারে প্রবেশ করা থেকে আটকাতে পারে।

এদিকে বিশ্বের আইফোন বাজারে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চীনের। মোট বিক্রি হওয়া আইফোনের ১৯ শতাংশ তৈরি হয় চীনেই। তাই সে দেশের নিয়ম অমান্য করলে ক্ষতির মুখে পড়তে পারে সংস্থা। তবে চীন ও আমেরিকার মধ্যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে, অ্যাপল এই নিয়ম মানতে কতটা রাজি হবে সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, আইফোন ১৭ স্লিম বা এয়ার মডেলে খুবই পাতলা ডিজাইন থাকতে চলেছে। ৫ থেকে ৬ মিলিমিটার পরিমাপ হতে পারে। যার ফলে ফোনে সিম কার্ড ইন্সটল করা কঠিন কাজ হবে। ফোনটিকে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছে অ্যাপল। তবে চীনের বাকি স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ বিক্রি হবে কি না তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি অ্যাপল যদি নিয়ম না মানে, তাহলে চীন কী পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয় হতে পারে।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
অর্থ চুরি হচ্ছে আইফোন ব্যবহারকারীদের
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
পুরাতন আইফোন কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি