সাংবাদিক বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকি, ডিআরইউ ও র্যাক’র নিন্দা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ ও র্যাক।
শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং র্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদ বশির হোসেনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
হুমকির ঘটনায় বশির হোসেন খান রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জিডিতে উল্লেখ করেন, শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় রিকশায় করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয় নগর নাইটেঙ্গেল মোড় থেকে কিছু সামনে পৌছালে অজ্ঞাত ৫/৬ জন হঠাৎ রিকশার গতিরোধ করে তাকে উত্তেজিত কণ্ঠে গালাগাল ও রিকশা থেকে নামতে বলে। পরিচয় জানতে চাইলে হামলাকারীরা তাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়। এসময় খুন-জখমের হুমকি দিতে থাকে এবং বলেন, তিনি (বশির হোসেন) আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যেন না যান, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলারও হুমকি দেয়। তিনি ও রিকশা চালক আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এ বিষয়ে বশির হোসেন খান বলেন, ডিপিডিসির দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ করায় তারাই অজ্ঞাত সন্ত্রাসীদের পাঠিয়ে আমার জান-মালের ক্ষতি করার চেষ্টা করছে। এরপর থেকে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন