• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতজুড়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম 

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪

ভারতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় এক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, ভারতজুড়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চ্চারণ করে বলেন, বাংলাদেশের পতাকার অবমাননা সহ্য করা হবে না। ভারতের মিডিয়ায় নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে সীমান্ত হত্যা। আগারতলায় বাংলাদেশ উপদূতাবাসের নিরাপত্তায় ব্যর্থতায় প্রমাণ হচ্ছে, সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামালেটসের প্রথম এক্সিকিউটিব ডেপুটি মেয়র ও পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর, ব্রিটিশ সরকারের স্থানীয় সরকারে এডভাইজারি বোর্ড মেম্বার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন এফেয়ার্স কমিটির সদস্য আ ম অহিদ আহমদ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ সমাবেশে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে আ ম অহিদ আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগস্ট ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে তৎকালীন পেটোয়াবাহিনীর মাধ্যমে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এর বিচার করতে হবে। জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এ ছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদে হামলাকারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, আখতার হোসেন মাসুদ, ড, আবু তাহের মানজুর, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জেসমিন জুঁই, নাসির উদ্দিন সিদ্দিকী, সামাদ মতিন, মাহমুদ তারেক, আমিনুল ইসলাম, খোরশেদ আলম শিকদার, আনোয়ার হোসেন, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়