২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২৫ সালের অনুষ্ঠেয় দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সব ঠিক থাকলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মাধ্যমে আগামী বছরের ১০ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। যা চলবে ১২ মে পর্যন্ত। এরপর ১৪ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১০ এপ্রিল থেকে দাখিল শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা চলবে ১২ মে পর্যন্ত। আর ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
পরীক্ষার রুটিন
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে গত কয়েক বছর ধরে পুনর্বিন্যাস করা সিলেবাসে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা নেওয়া হচ্ছিল। তবে আগামী বছরের দাখিল পরীক্ষা পূর্ণ সিলেবাস, পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন