• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকা

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রূপা
ছবি: সংগৃহীত

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপাফারজানা রুপা ও শাকিল আহমেদের ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (১৮ ডিসেম্বর) সংস্থাটির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাংবাদিক এ দম্পতির ৩৬টি ব্যাংক হিসাবের খোঁজ পাওয়া গেছে। এসব হিসাবে জমা রয়েছে ১৫ কোটি ১৪ লাখ টাকা। এরই মধ্যে তুলে নেয়া হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা।

এর আগে ২১ আগস্ট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার হন সাংবাদিক এ দম্পতি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, এই দুই সাংবাদিক নানাভাবে উসকানি দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে, ফারজানা রুপা ও শাকিল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উসকানি দেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটন করা যাবে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা কখনোই সীমান্ত হত্যার প্রতিবাদ করেননি: শাকিল উজ্জামান 
রুপালি পর্দার নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই
শেখ হাসিনা দোসরদের দিয়ে দুর্নীতির নথিপত্র পুড়িয়ে রেহাই পাবেন না: শাকিল উজ্জামান
জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি