• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

পুরুষদের জন্য ২ জিনিস পরা ইসলামে নিষেধ

ধর্ম ডেস্ক

  ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮
পুরুষদের জন্য ২ কাজ ইসলামে নিষেধ
ছবি: সংগৃহীত

ইসলামের প্রতিটি নির্দেশনা দুনিয়া ও আখেরাতের কল্যাণেই হয়ে থাকে। ইসলামে পোশাক ও অলংকার পরার ক্ষেত্রে নারীদের কোনো বিধিনিষেধ না থাকলেও পুরুষের রয়েছে। স্বর্ণ ও রেশমি বা সিল্কের পোশাক পরা পুরুষের জন্য নিষেধ।

আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘হে নবি আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)

আল্লাহ আরও বলেন, হে আদম সন্তান! আমি পোশাক-পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য। আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। এটি আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। (সুরা আল-আ’রাফ, আয়াত: ২৬)

পুরুষদের রেশমি বা সিল্কের কাপড় পরিধানে নিষেধ রয়েছে। উকবা ইবনু আমির (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি রেশমি জুব্বা হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত (নামাজ) আদায় করলেন। কিন্তু সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তা খুলে ফেললেন, যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন। তারপর রাসুল (সা.) বললেন, মুত্তাকীদের জন্য এই পোশাক সমীচীন নয়। (সহিহ বুখারি, হাদিস: ৩৬৮)

অন্য হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনু যুবায়র (রা.) সূত্রে বর্ণিত, তিনি আলী ইবনু আবু তালিবকে (রা.) বলতে শুনেছেন, একবার রাসুল (সা.) ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। (ইবনু মাজাহ, হাদিস: ৩৫৯৭, আবু দাউদ, হাদিস: ৪০৫৭)

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল
নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
নারীদের বোরকা পরতে বাধ্য করব না, উৎসাহিত করব: জামায়াত আমির
ভারতের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোর শুরু