• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইনফোটেক ইনসাইট ডটকমের সম্পাদক হিটলার এ হালিম সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে নির্বাহী কমিটির ৯টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ৬৭ ভোটারের মধ্যে বিআইজেএফের ৬৪ ভোটার এদিন ভোট প্রদান করেন।

নির্বাচনে ৪২ ভোট পেয়ে ইনফোটেক ইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম) সভাপতি ও দৈনিক সমকালের সাব্বিন হাসান ৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক , সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিজটেক 24 ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদের মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।

প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
সংস্কার সংক্ষিপ্ত হলে বছরের শেষে নির্বাচন: ড. ইউনূস
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর কারাগারে
ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ