বিএনপি স্কটল্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি স্কটল্যান্ড শাখার সদ্য সাবেক আহবায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৬ ডিসেম্বর) রাতে স্থানীয় ভোজন রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি স্কটল্যান্ড শাখার সিনিয়র সদস্য সেলিম হায়দার। প্রধান অতিথি ছিলেন সদ্য সাবেক আহবায়ক কমিটি আহবায়ক আব্দুল মুহিত খান বাদশা। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মিয়া লিটন।
আলোচনা সভা পরিচালনা করেন সদ্য সাবেক সদস্য সচিব এডভোকেট মো মোস্তফা এবং এম এ ওয়াহাব ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম নান্না, খুরশেদ আলম, মনোয়ার পারভেজ জুয়েল, মাসুদ আহসান, মন্জু হায়দার, খালেদ হোসেন, খছরু মিয়া, মাসুম উদ্দিন প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দলীয় সংগীতের (প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ) শেষ হয়।
মন্তব্য করুন