• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নতুন বছরের শুরুতেই থাকবে শৈত্যপ্রবাহ

আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৫
ফাইল ছবি

নতুন বছরের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের বাকি সময়ে দেশের দু–একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাসের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। আগামী মাসের বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসতে পারছে। চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু–একটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে।

বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। অর্থাৎ এই দুই জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে দেশের বাকি এলাকায় হালকা শীত থাকছে। মঙ্গলবার উপকূলীয় এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা ছিল অল্প সময়ের জন্য। সেই সঙ্গে রোদ আর কুয়াশার লুকোচুরিও দেখা গেছে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা-কুয়াশা-শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি
অগ্রসর হচ্ছে নিম্নচাপ, যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন