• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

চলতি বছর হারাতে হয়েছে যেসব আলেমকে

আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬
সালতামামি
ফাইল ছবি

কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে ঘটনাবহুল আরও একটি বছর। আর কয়েক দিন পর বিদায় নিচ্ছে ২০২৪ সাল।বছরটিতে যুক্ত হয়েছে কিছু শোকের স্মৃতি। বিশেষ করে আলেমদের মৃত্যু করেছে হতবিহ্বল। ২০২৪ সালে মারা যাওয়া উল্লেখযোগ্য আলেমদের তালিকা তুলে ধরা হলো—

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

চলতি বছরের ১৯ জানুয়ারি মারা গেছেন বিশিষ্ট আলেম মুক্তিযোদ্ধা ও লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি গণভবন ও সচিবালয়ের সাবেক ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও সম্পাদক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।

মাওলানা আশেকে এলাহী

৬ ফেব্রুয়ারি মারা যান দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী। তিনি দেশের প্রবীণ আলেমদের একজন। আশেকে এলাহী দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া শিক্ষকতা করেছিলেন।

মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস

২৯ ফেব্রুয়ারি মারা যান দার্শনিক আলেম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস মানতেকি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি মঈনুল ইসলাম হাটহাজারী, জামিয়া ইসলামিয়া পটিয়া ও দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া মাদরাসায় তাফসির ও ইসলামি দর্শনশাস্ত্র পড়িয়েছেন।

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান

চলতি বছরের ৪ মার্চ মারা যান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও খ্যাতনামা ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান। তিনি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। তার ৫ কন্যা ও ২ ছেলে রয়েছে। লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

হাফেজ মাওলানা আবু ইউসুফ

দেশের জনপ্রিয় ইসলামি রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক ও কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ২৩ মার্চ মারা যান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯৮০ সালের ১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন জনপ্রিয় কোরআন প্রতিযোগিতার বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। তার পিতার নাম আবুশ কাশেম ও মাতার নাম ফাতেমা বেগম।

মাওলানা সৈয়দ আব্দুন নূর

চলতি বছরের ২৪ মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রবীণ আলেমেদীন মাওলানা সৈয়দ আব্দুন নূর মারা যান। ১৯৪১ সালে জন্ম নেওয়া এই সংগ্রামী আলেম সিলেট আলীয়া মাদরাসা থেকে কামিল, ঢাকা আলিয়া মাদরাসায় ইফতা বিভাগে পড়াশোনা করেন, তিনি কর্মজীবনে ঐতিহ্যবাহী সৈয়দপুর আলিয়া মাদরাসায় ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালনকালীন অবসর গ্রহণ করেন।

মাওলানা ছালামত উল্লাহ

চলতি বছরের ৩ মে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান কক্সবাজারের রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। ১৯৯৩ সাল থেকে রামু মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা সহসুপার এবং ২০১৫ সাল থেকে উপাধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছিলেন তিনি।

গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামছুল হক ২৮ মে বয়সে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব, তানজীমুল মুদাররিছিন বাংলাদেশের সভাপতি, এবং আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার স্থায়ী কমিটির সদস্যসহ বহু দায়িত্ব পালন করেছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্রনায়ক মাওলানা হাতেম আলী

ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্রনায়ক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাতেম আলী মারা যান এই বছরের ১৪ জুন। তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর শাগরেদ ও হযরত হাফেজ্জি হুজুরের খলিফা ছিলেন।

ছারছীনার পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ

চলতি বছরের ১৭ জুলাই ছারছীনা দরবার শরিফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ মারা যান। তিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহিমাহুল্লাহর পৌত্র ফুরফুরার মরহুম পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দিকী আল- কুরাইশী রাহিমাহুল্লাহর বড় জামাতা ছিলেন।

মাওলানা মুহাম্মদ তৈয়্যব

২৭ আগস্ট মারা গেছেন রাজধানীর প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তৈয়্যব। তিনি ছিলেন চাঁদপুরের কারী ইবরাহিমের নাতনির ছেলে (পুতি)। পাশাপাশি আরজাবাদ মাদরাসার সাবেক মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর বড় জামাতা এবং বর্তমান মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার ভগ্নীপতি।

একই দিন মারা যান ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বড় ভাই মাওলানা সৈয়দ মোমতাজুল করীম মোশকাত।

মাওলানা আব্দুল খালিক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ১৩৫ বছরের গৌরব-ঐতিহ্যের দ্বীনি বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) মারা যান ২ সেপ্টেম্বর। তিনি ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর খলিফা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন শায়খে চাক্তা।

মাওলানা মুহিবুল হক

সিলেটের মাওলানা মুহিবুল হক মারা গেছেন চলতি বছরের ১৩ সেপ্টেম্বর। সিলেটের গোলাপগঞ্জে জুম্মার নামাজের খুতবা দেয়ার সময় মাওলানা মুহিবুল হকের মৃত্যু হয়। অসুস্থতার কারণে শুক্রবার জুম্মার নামাজের পর ইমামতি থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। জুম্মার নামাজের পরেই এলাকাবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই যে তিনি চিরদিনের জন্য বিদায় নিয়ে রবের কাছে ফিরে যান।

মাওলানা আবুল কাশেম

চলতি বছরের ১২ অক্টোবর মারা যান মাওলানা আবুল কাশেম। মাত্র ৪৮ বছর বয়সে ভিমড়ুলের কামড়ে মেয়েসহ নিহত হন তিনি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন দূধনই বাজার জামে মসজিদের ইমাম ছিলেন আবুল কাশেম।

হাফেজ মাওলানা আহমদ আলী

নরসিংদী জেলার শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম হাফেজ মাওলানা আহমদ আলী চলতি বছরের ২৯ অক্টোবর মারা যান।

মুফতি আব্দুল গনী আল গাজী

রাজধানী ঢাকার ইসলামবাগ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফীর প্রথম দিকের খলিফা আল্লামা মুফতী আব্দুল গনী আল গাজী (গাজী সাহেব হুজুর) মারা যান চলতি বছরের ১৫ নভেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মাওলানা আব্দুল হান্নান

চলতি বছরের ১৭ নভেম্বর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান (৬৯) মারা যান। তিনি নোয়াখালী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার মুহতামিম (পরিচালক), শাইখুল হাদীস এবং লক্ষ্মীপুর জেলা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাওলানা সোয়াইব

২০২৪ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মাওলানা সোয়াইব মারা যান। তিনি এগারো মাইল এলাকার শাহ ওয়ালীউল্লাহ হাটহাজারী মাদরাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

আল্লামা মনসুরুল হাসান রায়পুরী

২০২৪ সালের ২২ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী মারা যান।

মাওলানা মোবারক করিম জওহর

চলতি বছরের ১ ডিসেম্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও পবিত্র কোরআন শরিফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করিম জওহর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি জওহর বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। মোবারক করিম একাধিক সমাজসেবামূলক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি সারা জীবন দ্বীনের প্রচার কাজে নিয়োজিত ছিলেন।

মাওলানা আবু আহমদ

২ ডিসেম্বর চট্রগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আবু আহমদ ৬৫ বছর বয়সে মারা যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড ২৯১৯ ভুল তথ্যে ফিরে দেখা ২০২৪ সাল
রায়ে-রায়ে ইতিহাস, পাল্টে দেয় দেশ
বক্সঅফিস কাঁপানো ভারতীয় ৫ সিনেমা
চব্বিশে নিভে গেছে যেসব তারা