• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা উপদেষ্টার সঙ্গে ভিসিদের বৈঠক, গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:০০
শিক্ষা উপদেষ্টার সঙ্গে ভিসিদের বৈঠক, গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়
প্রতীকী ছবি

দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে বলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে জানিয়েছেন উপাচার্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

রোববার (২৯ ডিসেম্বর) গুচ্ছ পদ্ধতি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এমনটি জানান। ওই বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়ে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে সকল কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ জানান, শিক্ষা উপদেষ্টার নির্দেশনায় আগামী বুধবার (১ জানুয়ারি) ভর্তি কমিটির বৈঠক থেকে গুচ্ছ ভর্তির তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশসহ আনুষঙ্গিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তবে যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চাচ্ছে, তাদের নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন উপাচার্যরা।

বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে মাভিপ্রবি উপাচার্য বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবো। আশা করছি, ২০২৫ সালের প্রথম দিনই (১ জানুয়রি) আমরা সভা করে আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গুচ্ছ ভর্তিতে ২০টি বিশ্ববিদ্যালয় থাকছে জানিয়ে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম বলেন, চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বাকি ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে। আশা করছি, এ ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার পাঠ্যবইয়ের মান ভালো হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: শিক্ষা উপদেষ্টা 
গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয় ভিসিকে জরুরি নির্দেশনা
শেখ হাসিনাকে ফেরাতে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি