• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

চলতি মাসে শীত কেমন পড়বে, জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ২০:৩৩
শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
ফাইল ছবি

দেশের অনেক জায়গায় কুয়াশার কারণে সূর্যের দেখা নেই। তারমধ্যে বইছে হিমেল বাতাস। এতে দেশজুড়ে শীতের তীব্রটা বেড়েছে, যা আরও কয়েকদিন থাকতে পারে। তবে, চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।

বুধবার (১ জানুয়ারি) আবহাওয়ার মাসব্যাপী (জানুয়ারি) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে ‍দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এ ছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি এবং দেশের অন্যত্র দুটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশঙ্কা, ফের যেদিন থেকে শৈত্যপ্রবাহ
শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
হাতিয়ায় আলোর মশালের শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা