• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

এমন শীত আরও যতদিন থাকতে পারে

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
এমন শীত আরও যতদিন থাকতে পারে
ফাইল ছবি

রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার দাপটে নেই সূর্যের দেখা। তারমধ্যে বইছে হিমেল বাতাস। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আরও কয়েক দিন এমন অবস্থা থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, আগামী দুই থেকে তিনদিন এমন শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা কমে আবার বাড়তে পারে।

আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে, আবহাওয়ার মাসব্যাপী (জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে ‍দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এ ছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি এবং দেশের অন্যত্র দুটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশঙ্কা, ফের যেদিন থেকে শৈত্যপ্রবাহ
শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
হাতিয়ায় আলোর মশালের শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা