• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

রেকর্ড শীতে কাঁপছে ঢাকা, কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২২:২১
ফাইল ছবি

দিনভর সূর্যের দেখে মেলেনি, সেই সঙ্গে হিমেল বাতাসে তীব্র শীতে জবুথবু রাজধানী। আজ রাতে রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি জানান, দেশের মধ্যে ঢাকা ও এর আশপাশে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার এককভাবে সবচেয়ে বেশি শীত ঢাকায়, এরপর রয়েছে আরিচা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দুই তাপমাত্রার ব্যবধান মাত্র ২.২ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। দুই তাপমাত্রার ব্যবধান যত কমবে ততই বেশি শীত অনুভূত হবে। অন্যদিকে আরিচাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ২.৩ ডিগ্রি সেলসিয়াস। এমন ব্যবধান কমার কারণে ঢাকা ও আরিচাতে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে।

এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত, কুয়াশা ও তাপমাত্রার অবস্থা আগের দিনের অনুরূপ থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আরটিভি/এসএপি/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশঙ্কা, ফের যেদিন থেকে শৈত্যপ্রবাহ
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
ছাত্রলীগ নেতা সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড