• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

আরটিভি প্রতিনিধি সম্মেলনে পুরস্কৃত হলেন যারা

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির সারাদেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আরটিভি প্রতিনিধি সম্মেলন ২০২৫।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সারাদেশ থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন।

প্রথমে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এরপর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান আগত প্রতিনিধিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। গণমাধ্যমে স্থানীয় প্রতিনিধিদের গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা করেন। এরপর বক্তব্য রাখেন আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ সাইখুল ইসলাম উজ্জ্বল।

এ ছাড়াও দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দেন আরটিভির বার্তাপ্রধান ইলিয়াস হোসেন, উপবার্তাপ্রধান মামুনুর রহমান খান, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদ, মোবাইল জার্নালিজম বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ।

সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বর্ষসেরার পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের প্রতিনিধি কামাল হোসেন।

আলোচিত প্রতিবেদনের জন্য সেরা প্রতিনিধি হয়েছেন তিনজন। তারা হলেন-

ক. চ্যাম্পিয়ন আব্দুল আজিজ—হিলি, দিনাজপুর।
খ. রানার আপ-১ শিপলু জামান—ঝিনাইদহ।
গ. রানার আপ-২ আব্দুল কুদ্দুস চঞ্চল—কুড়িগ্রাম (উত্তর)।

লাইভ ও ফুটেজের জন্য সেরা প্রতিনিধি হয়েছেন তিনজন। তারা হলেন-

ক. চ্যাম্পিয়ন আরিফ হোসেন—বরিশাল
খ. রানার আপ-১ কামাল হোসেন বিপ্লব—কালিয়াকৈর (গাজীপুর)
গ. রানার আপ-২ মো. হারুন অর রশিদ—পঞ্চগড়

স্ক্রিপ্টের জন্য সেরা প্রতিনিধি হয়েছেন তিনজন। তারা হলেন-

ক. চ্যাম্পিয়ন মুফতী সালাহউদ্দিন—পটুয়াখালী
খ. রানার আপ-১ মাজেদুল হক মানিক—মেহেরপুর
গ. রানার আপ- ২ জহিরুল ইসলাম জলিল—ঝালকাঠি

৫. সক্রিয় প্রতিনিধি হিসেবে সেরা হয়েছেন তিনজন। তারা হলেন-

ক. চ্যাম্পিয়ন সাদ্দাম হোসেন—আখাউড়া
খ. রানার আপ-১ জিয়াউর রহমান জিয়া—সাভার
গ. রানার আপ- ২ জাহাঙ্গীর আলম বাদল—রংপুর

৫. ডিজিটাল মিডিয়ার জন্য সেরা প্রতিনিধি হয়েছেন তিনজন। তারা হলেন-

ক. চ্যাম্পিয়ন মোজাম্মেল খোকন—ময়মনসিংহ (দক্ষিণ)
খ. রানার আপ-১ জাকির হোসেন—ফরিদপুর
গ. রানার আপ-২ তাওহীদুল ইসলাম শুভ—পাথরঘাটা

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আরটিভিতে আজ (৬ জানুয়ারি) যা দেখবেন
নদী দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা মোকাবিলায় এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা