• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

সূর্য ওঠায় বেড়েছে তাপমাত্রা, রোববার যেমন থাকবে শীত

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
ফাইল ছবি

রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে সূর্যের দেখা মিলেছে। ফলে তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কমেছে। জনজীবনে ফিরেছে স্বস্তি। রোববারও সূর্য উঠতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে। সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। রোববার (৫ জানুয়ারি) সূর্য উঠতে পারে। তবে ঘন কুয়াশা থাকবে। আজ ঢাকায় দিনের তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ মেঘলাসহ শুষ্ক অবস্থা বিরাজ করতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

আরটিভি/এসএপি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ২ দিন বৃষ্টির সঙ্গে শীত বাড়ার আশঙ্কা
ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ
শীতের মাঝেই বৃষ্টির আভাস