আপিল বিভাগে বিচারপতি নিয়োগ প্রক্রিয়াধীন : আইনমন্ত্রী
শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরও বিচারপতি নিয়োগ পাচ্ছেন।শুধু আপিল বিভাগ নয় হাইকোর্ট বিভাগেও বিচারপতি নিয়োগ করা হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব বিচারপতি নিয়োগ দেয়া হবে। জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ই-প্রকিউরমেন্ট বিষয়ক ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, এক সময় তিনজন বিচারপতি দিয়েও আপিল বিভাগ চলেছে। তবে আপিল বিভাগে কাজের যে লোড সেটার জন্য যে সংখ্যক বিচারপতি প্রয়োজন সেই দিকটা বিবেচনা করেই আপিল বিভাগে সেই রকমভাবে বিচারপতি নিয়োগ করা হবে।
তিনি বলেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলতে থাকবে চলতি জানুয়ারি মাস বা আগামী মাসের প্রথম কয়েকদিন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে উন্নত ও সমৃদ্ধকরণের সঙ্গে ক্রয় কার্যক্রমের একটা সম্পর্ক আছে এবং এই ক্রয় কার্যক্রমে ব্যাপক অর্থ জড়িত। সরকার ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। এ ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করতে চায়। সে জন্য ই-প্রকিউরমেন্ট পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে আদালতগুলোতে এ সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলা-মোকদ্দমা হবে এবং তা দক্ষতার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। এজন্য বিচারকদের পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-প্রকিউরমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এমকে
মন্তব্য করুন