শৈত্যপ্রবাহ নিয়ে স্বস্তির বার্তা দিলো আবহাওয়া অফিস
দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তবে আগামী ৭ দিন সারাদেশে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। বর্তমানে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বিদ্যমান রয়েছে। তবে আগামী ৭ দিনও শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।
এ আবহাওয়াবিদ বলেন, ‘তীব্র বৃষ্টি বা ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে, রংপুর ও রাজশাহী বিভাগে কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে।’
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকার তাপমাত্রা রয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রিতে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ তিন দিন।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন