শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়ার কারণ জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ১০:৩৫ এএম


শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়ার কারণ জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আর নেই। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০–এর মধ্যে থাকলে সেটি মৃদু শৈত্যপ্রবাহ।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) সকালে দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরবির্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত ও কুয়াশার অবস্থা আগের দিনের অনুরূপ থাকতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার (১৫ জানুয়ারি) বৃষ্টিপাত, কুয়াশা ও তাপমাত্রা আগের দিনের অনুরূপ থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও যশোরে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আজ রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে। সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা কেন বাড়ল?, প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘এ মাসে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। মাত্র এক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। যাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। পরদিনই অবশ্য তাপমাত্রা বেড়ে যায়। এবার এখন পর্যন্ত তাপমাত্রা খুব কম না হওয়া বা শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত না হওয়ার পেছনে রয়েছে আরব সাগরে ক্রিয়াশীল লঘুচাপ।’ 

তিনি বলেন, ‘উত্তরের ঠান্ডা হাওয়া ভারতের বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু আরব সাগরে এ মাসে লঘুচাপের বর্ধিতাংশ (ট্রাফ) সক্রিয়। আর এ কারণে ঠান্ডা বাতাসের প্রবাহ কমে গেছে। ঠান্ডা হাওয়া তাই সেখানে বাধাগ্রস্ত হয়েছে। তাই এখন পর্যন্ত শীত জেঁকে বসতে পারেনি।’

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘আগামী মঙ্গল বা বুধবার থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে। তবে তখনো তাপমাত্রা খুব বেশি কমবে না। ওই সময় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।’

আরটিভি/এসএপি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission