ট্র্যাব-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মুহাম্মদ আবু আবিদ
সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপাত্র মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
রোববার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর মুহাম্মদ আবু আবিদ জানান, গণমাধ্যমে যখন কাজ শুরু করেছিলাম, তখন থেকেই এই সংগঠনের বিভিন্ন কাজ আমার নজর কেড়েছে। হঠাৎ যখন উক্ত সংগঠনে পদের প্রস্তাব আমি পাই, তখন থেকেই আমার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে অনেক আনন্দ অনুভব করছি, অন্যদিকে এত বড় দায়িত্ব পালন করার সাহস সঞ্চার করছি। তবে যদি সবার সহযোগিতা আমি পাই, তাহলে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে।
মুহাম্মদ আবু আবিদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে দেশের স্যাটেলাইট টেলিভিশর চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন।
আরটিভি নিউজ/টিআই
মন্তব্য করুন