সচিবালয় ঘেরাওয়ের আল্টিমেটাম জবি শিক্ষার্থীদের
তিন দফা দাবিতে গণঅনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার ইউজিসি, মন্ত্রণালয়, সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন । অর্থাৎ দুপুর দেড়টার মধ্যে অনশনরত অবস্থায় সুস্পষ্ট কোনো ঘোষণা না এলে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা করবেন তারা।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা গণঅনশনরত অবস্থায় এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনের শুরুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমরা গতকাল (রোববার) সকাল ৮টা থেকে অনশন চালিয়ে যাচ্ছি কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। আগস্টের পরে এমন ঘটনা খুবই লজ্জাজনক আমাদের জন্য। সরকারের পক্ষ থেকে কোনো মহল এখনো আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি। যা খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, আজকে দুপুর দেড়টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার বা সভার কোনো ঘোষণা না আসে তাহলে দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় পদযাত্রা শুরু করবো। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই পদযাত্রা শুরু হবে বলে জানান তিনি।
এদিকে, সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সকল বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধান ফটকে তালা ঝোলানোয় ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।
আরটিভি/এআর
মন্তব্য করুন