ফের শৈত্যপ্রবাহের আভাস, বাড়তে পারে কুয়াশা
দেশের অধিকাংশ জায়গায় শীতের তীব্রতা কমে এসেছে। কুয়াশার দাপট না থাকায় সূর্যের দেখাও মিলছে। তবে, এমন অবস্থার পরিবর্তন হয়ে চলতি সপ্তাহেই আসতে পারে শৈত্যপ্রবাহ। বেশকিছু জায়গায় বাড়তে পারে কুয়াশার পরিমাণও। ফলে সারাদেশে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) অবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি সপ্তাহে অর্থাৎ ২০ জানুয়ারির পর থেকে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এসময় স্বল্পমেয়াদি একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
হাফিজুর রহমান বলেন, শৈত্যপ্রবাহের ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। এসময় সারাদেশেই কুয়াশার পরিমাণ বাড়বে। এছাড়া হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বর্তমান সময়ের তুলনায় কিছু তীব্র হতে পারে।
এদিকে, বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, শীতে বাড়বে ১৯ জানুয়ারির পর, যা অব্যাহত থাকতে পারে ২৫ জানুয়ারি পর্যন্ত।
তিনি বলেন, মৃদু ধরনের এই শীত উত্তরাঞ্চল থেকে শুরু হবে। তবে বরিশাল ছাড়া দেশের অধিকাংশ জায়গাতেই এর প্রভাব পড়বে। উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলোতে শীত বেশি অনুভূত হতে পারে।
আরটিভি/আরএ
মন্তব্য করুন