ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন করা যাবে আইন মন্ত্রণালয়ে

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৫:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যেকোনো ব্যক্তি এখন থেকে মামলা প্রত্যাহারের জন্য সরাসরি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের চলমান কার্যক্রম আরও বেগবান করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যেকোনো ব্যক্তি মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।

তবে, দরখাস্তের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে সবশেষ হিসাব অনুযায়ী, মোট ৮ হাজার ২৯৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত কমিটি। এর মধ্যে শুধু রোববার (২০ এপ্রিল) ৭২৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |