• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

দুপুর পর্যন্ত ঘন কুয়াশার আভাস, ব্যাহত হতে পারে বিমান চলাচল

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ০৬:১৩
দুপুর পর্যন্ত ঘন কুয়াশার আভাস, ব্যাহত হতে পারে বিমান চলাচল
ফাইল ছবি

আগামী তিনদিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকতে পারে। তবে, এ সময়ে একইসঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে বুধবার; এই তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকতে পারে।

এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। সোমবার হিমেল বাতাসে শীত একটু বেশি অনুভূত হয়েছে। সে তুলনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) শীত কিছুটা কম থাকতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এসএইচএম


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি