ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ইস্রাফিল আকন্দ রুদ্রর কাব্যগ্রন্থ ‘বাংলা বিভাগের মেয়ে’

শিল্প-সাহিত্য ডেস্ক

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ০৫:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এবারের বইমেলায় আসছে তরুণ কবি ইস্রাফিল আকন্দ রুদ্রর প্রথম কবিতার বই ‘বাংলা বিভাগের মেয়ে’র দ্বিতীয় মুদ্রণ। প্রকাশ করছে হরকরা প্রকাশন। প্রচ্ছদ করেছেন তৌহিদ আহাম্মেদ লিখন।

বিজ্ঞাপন

‘বাংলা বিভাগের মেয়ে’ সম্পর্কে ইস্রাফিল আকন্দ রুদ্র বলেন, এই বইয়ের কবিতাগুলোতে প্রেমের আড়ালে কিংবা মোড়কে রাষ্ট্রের দহন, দুর্বৃত্তায়ন এবং কলুষিত সমাজব্যবস্থার মুখোশ খুলে দিতে চেয়েছি। বইয়ের নাম চরিত্র ‘বাংলা বিভাগের মেয়ে’—আদতে ফ্যাসিস্ট দানবী। এ সিরিজের  কবিতাগুলো ২০২৩ সালের রাজনৈতিক টালমাটাল সময়ের অস্থিরতায় রচিত। এপ্রিলে প্রথম প্রকাশের পর, অগাস্টে সেই ফ্যাসিস্ট দানবীর পতন এবং পলায়ন—এই ঘটনাপ্রবাহ আমাকে এক অন্যরকম তৃপ্তি দিয়েছে। প্রথম সংস্করণের সীমিত মুদ্রণ অল্প সময়েই শেষ হয়ে যায়। এবারের বইমেলায় আসছে দ্বিতীয় সংস্করণ পরিমার্জিত ও পরিবর্ধিত আকারে; নতুন প্রচ্ছদে। বইটিতে রাজনৈতিক কবিতা ছাড়াও রয়েছে প্রেম ও দ্রোহের কবিতা।

ইস্রাফিল আকন্দ রুদ্র'র জন্ম একবিংশ শতাব্দীর গোড়ার দিকে কোনো এক বোশেখের দশম দিনে; গাজীপুরের শ্রীপুরে। শৈশব, কৈশোর, বেড়ে ওঠা সেখানেই। লেখালেখির হাতেখড়ি চতুর্থ শ্রেণিতে। বর্তমানে পড়াশোনা করছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, লোকপ্রশাসন বিভাগে। সম্পাদনা করেন শিল্প ও সাহিত্যের মাসিক পত্রিকা ‘রোটেশন’। কবিতাতেই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন, কবিতাই তার ধ্যান-জ্ঞান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |