• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

পান্থজন জাহাঙ্গীরের গল্পগ্রন্থ ‘জুলাই বিপ্লবের সাত শহিদ’

শিল্প-সাহিত্য ডেস্ক

  ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৭
ছবি : সংগৃহীত

এবারের বইমেলায় ‘শব্দশিল্প প্রকাশন’ থেকে আসছে জুলাই বিপ্লবের সাতজন বহুল আলোচিত শহিদ নিয়ে ‘জুলাই বিপ্লবের সাত শহিদ’ শিরোনামে গল্পের বই। বইটি লিখেছেন গল্পকার পান্থজন জাহাঙ্গীর। বইটিতে রয়েছে রংপুরের শহিদ আবু সাঈদ, সাভারের শহিদ ইয়ামিন, ঢাকা উত্তরার শহিদ মীর মুগ্ধ, নরসিংদীর শহিদ তাহমিদ, চট্টগ্রামের শহিদ শান্ত ও শহিদ ওমরকে নিয়ে সাতটি মর্মস্পর্শী ছোট গল্প।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত। বইটির ভূমিকা লিখেছেন কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ। ৬৪ পৃষ্ঠার হার্ড কভারের এই বইটির মূল্য রাখা হয়েছে দুইশ টাকা। বইটি পাওয়া যাবে মেলার শব্দশিল্প প্রকাশনের স্টলে। এ ছাড়া রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।

বইটি সম্পর্কে কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ লিখেছেন, ‘গল্পগুলোর বর্ণনা তাজা ও অকৃত্রিম। কথ্যভাষার মুন্সিয়ানা, সময় ও স্থানের ক্যারিকেচার, চরিত্রের আদি ও আসল রূপ, আন্দোলনের খাঁটি বয়ান, বিরোধী গ্রুপ তথা রাষ্টযন্ত্রের খলনায়কদের নিষ্ঠুর ডায়ালগ রূপায়ন সিনেমার পর্দার মতো চোখের সামনে দৃশ্যের পর দৃশ্য ভেসে ওঠে।’ তিনি আরো বলেন, ‘গণঅভ্যুত্থানের চরিত্র, ইতিহাস, সময়, কাহিনিকে লিটারালি প্রতিষ্ঠা করতে না পারলে এই রক্ত খুন জখম মানুষ ভুলে যাবে। পাঠকদের আমি বইটি পড়তে অনুরোধ করব।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: সিইসি
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ 
জুলাই বিপ্লবের কৃতিত্বের দাবি নিয়ে লড়াই চলছে: নজরুল ইসলাম খান
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ