• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

গয়েশ্বর কারাগারে, ৫৫ জন রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপরদিকে, শাহবাগ ও রমনা থানার আলাদা মামলায় বিএনপির ৫৫ জন নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (বুধবার) ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এই আদেশ দেন।

মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজন ভ্যানের তালা ভেঙে দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় শাহবাগ ও রমনা থানায় আলাদা মামলা হয়।

গয়েশ্বর এবং অমিতকে শাহবাগ থানার দুই মামলায় আসামি করার পর গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকালে ঢাকার হাকিম আদালতে পাঠায় পুলিশ।

আদালত সূত্র জানিয়েছে, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় শাহবাগ থানার দুই মামলায় ১৮ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে, রমনা থানায় দায়ের হওয়া মামলায় ৩৫ জনকে দুই দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন আদালত।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম এবং কেন্দ্রীয় নেতা আনিসুর রহমানকে তিন দিন করে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ করেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলেই গয়েশ্বর চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।

সানাউল্লাহ মিয়াসহ বিএনপির আইনজীবীরা আদালতকে বলেন, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালাননি। বরং পুলিশ নিজের লোক দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ।

আরও পড়ুন:

এমসি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ
দেশ স্বৈরাচারমুক্ত, এখন গড়ার সময়: তারেক রহমান
অর্থ আত্মসাৎ: ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
রিমান্ড শেষে কারাগারে হাসানাতপুত্র মঈন আবদুল্লাহ