ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিহাব তৃতীয়

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ , ১২:৪৫ পিএম


loading/img

ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিশু হাফেজ শিহাবুল্লাহ শিহাব। শিহাব রাজধানী যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ছাত্র। শিহাবের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ায়।

বিজ্ঞাপন

এ প্রতিযোগিতা ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন বিভাগে তিন ক্যাটাগরি ও তেলাওয়াত বিভাগে এক ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ৪৩টি দেশের মোট ৭৫ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার বিচারমন্ত্রী ও আন্তঃধর্মীয় সংস্থার প্রধান ড্রাজান বসনিকোভিচ এবং জাগরেবের প্রধান মুফতি আজিজ হাসানভিকসহ অন্য সরকারি কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে শিহাব গেল বুধবার ঢাকা ছাড়ে। তার সাথে রয়েছেন শিক্ষক ক্বারি নাজমুল হাসান। তিনি তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

২৭ সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপী এ হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

আরও পড়ুন   :

বিজ্ঞাপন

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |