ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বীরপ্রতীক তারামন বিবির প্রতি শ্রদ্ধা জানালো নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ , ১০:৩৫ এএম


loading/img

বীরপ্রতীক তারামন বিবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন।

বিজ্ঞাপন

সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে এই পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধার সন্তান অ্যাসোসিয়েশন ও রংপুর বিভাগীয় অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ শেষে তারামন বিবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, মুক্তিযোদ্ধার সন্তান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অন্যন্যা নওরিন সাফা ও রংপুর বিভাগীয় অ্যাসোসিয়েশনের তাপস রায়।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা তারামন বিবির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি তার জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, সেই পথে চলতে পারলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞাপন

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |