ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চলতি সপ্তাহেই ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল: প্রোভিসি

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ , ০১:৪১ পিএম


loading/img

চলতি সপ্তাহেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতিমূলক এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বেলা ১১টার দিকে হল প্রভোস্ট ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত।

বৈঠকে নির্বাচনের যাবতীয় আইন-কানুন নিয়ে তৈরি করা পুস্তিকাও নির্বাচনী কর্মকর্তাদের দেয়া হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |