• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২৩

যুক্তরাষ্ট্রে মিলিটারি স্যাটেলাইট বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। স্থানীয় সময় রোববার কেপ ক্যানাভেরাল থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।

বিবিসি এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে, এই প্রথম মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এর মাধ্যমে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক তথ্য জানা যাবে যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মিলিটারি স্যাটেলাইট মহাকাশে নিয়ে গেছে ফ্যালকন-নাইন রকেট। এর আগে চারবার রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হলেও সফল হয়নি কর্তৃপক্ষ। এর মধ্যে কখনও খারাপ আবহাওয়া আবার কখনও যান্ত্রিক ত্রুটির কারণে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করা হয়।

বলা হচ্ছে, এটা অ্যালন মাস্কের ব্যক্তিগত প্রতিষ্ঠান স্পেক্সএক্সের জন্য দারুণ এক সফলতা। গত কয়েক বছর ধরে মিলিটারি স্যাটেলাইট বাজারে প্রবেশ করতে চাচ্ছিল তারা। অবশেষে তাদের সেই প্রচেষ্টা সফল হলো।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজ্ঞানীদের সতর্কতা ভেঙে মঙ্গলে ১০ লাখ বসতি গড়তে চান ইলন মাস্ক
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ, নেবে ১৯০ জন
বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
‘স্যাটেলাইটের খরচ বেশি তাই প্রাপ্তি আশানুরূপ নয়’