• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

১০ ঘণ্টা পর থ্রিজি ও ফোরজি সেবা চালু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:১১

মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বৃহস্পতিবার রাতে বন্ধ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর শুক্রবার সকালে আবার তা চালু করা হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ফোর জি ও থ্রি জি সেবা চালু করা হয় বলে জানা গেছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ‘নির্দেশনা’ পাওয়ার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার রাতে।

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে এ নির্দেশনা দেওয়ার পর তা বাস্তবায়ন শুরু হয়।’

আগামী রোববার একাদশ সংসদ নির্বাচনের আগে গুজব ও অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধের কথা বারবার আলোচনায় আসে। এর মধ্যেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয় বলে অনেক গ্রাহক জানান। তবে তারযুক্ত ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে কোনও অসুবিধার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্বে’ যুক্ত হচ্ছে দেশ 
যে কারণে দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার
পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের ‘থ্রি জিরো ক্লাব’
ইন্টারনেট নিয়ে সুখবর দিলো সরকার