• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

১৯ জানুয়ারি সারাদেশে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:২০

আগামী ১৯ জানুয়ারি সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) এর কেন্দ্রীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাহ্উদ্দিন।

সালাহ্‌উদ্দিন বলেন, সাধারণত বছরে দুইবার জুন ও ডিসেম্বর মাসে ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তবে নির্বাচনের কারণে গত বছরের ২য় রাউন্ডের ক্যাম্পেইন এ বছর জানুয়ারি মাসে পরিচালনা করা হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ৬-১১ মাস বয়সী প্রায় ৪৭ হাজার শিশু ও ১২-৫৯ মাস বয়সী সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১৯ তারিখ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএসসিসির ১ হাজার ৪৮৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে কাজ করবেন প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক।

ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাহ্উদ্দিন আরও বলেন, ভিটামিন এ ক্যাম্পেইনে গত বারের অর্জন ৮৭ শতাংশ। গ্রাম অঞ্চলের মানুষের কাছে এই ক্যম্পেইন সহজে পৌঁছালেও শহরে এটি পুরোপুরি সফল করা যাচ্ছে না। শহর অঞ্চলে বাবা মায়েদের ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ সম্পর্কে উদাসীনতা রয়েছে। এই বিষয়ে ছড়ানো গুজবও ভিটামিন এ ক্যাপসুল গ্রহণে বিরূপ ভূমিকা রাখে।

তিনি বলেন, মারাত্মক অসুস্থ ছাড়া ৫ থেকে ৫৯ মাস বয়সী যে কোনো শিশু ভিটামিন এ ক্যাপসুল খেতে পারবে। তিনি শিশুদের ভরপেটে ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন এবং বলেন, যদি কোনো শিশু মারাত্মক অসুস্থ বোধ করে তবে সিটি কর্পোরেশোনের কন্ট্রোলরুম ৯৫৫৬০১৪ নাম্বারে ফোন দিয়ে জানাতে হবে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির সাবেক মেয়র তাপসকে দুদকে তলব
ডিএসসিসির সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব পেলেন ২ কর্মকর্তা
ডিএসসিসির প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত