• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

নুরু মাথা ঘুরে পড়ে গেছে আর লিটন অভিনয় করেছে: ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১৬:৫১

ছাত্র ইউনিয়নের লিটন নন্দী বা কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেছেন, নুরুর রাণীক্ষেত রোগ আছে, তাই পানি খেতেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়।

তিনি বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। তারা হেরে যাবার ভয়ে হামলার অভিযোগ করছে। হলগুলোতে তারা দখল চেষ্টা চালিয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বাধায় তারা পারেনি।

লিটন নন্দীর উপর হামলার কথা অস্বীকার করে রাব্বানী বলেন, তাকে মারা হয়নি। সেও হেরে যাবার ভয়ে মার খাওয়ার অভিনয় করেছে।

রোকেয়া হলে বামপন্থীরা গুজব ছড়িয়েছে মন্তব্য করে রাব্বানী বলেন, সেখানে যেসব ব্যালট উদ্ধার হয়েছে সেগুলা সিলবিহীন ছিলো।

লিটন নন্দী, নুরুর হক নুরুসহ যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ছাত্রলীগ মামলা দায়ের করবে বলে জানান তিনি।

একইসঙ্গে ব্যালট ছিনতাইকারী লিটন-নুরুর শুধু প্রার্থিতা নয়, বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান তিনি।

আরো পড়ুন:

এসজে/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ কর্মীকে ভিসির পিএস নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রামেকে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি