• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

জিমেইলের কনফিডেনসিয়াল মোড ব্যবহার করে ইমেইল পাঠাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৯, ২১:২৭

গ্রাহকদের মন জয় করতে জিমেইলে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা যুক্ত করছে গুগল। তারই অংশ হিসেবে গত বছর কনফিডেনসিয়াল মোড নিয়ে আসে প্রতিষ্ঠানটি। এই ফিচারের সাহায্যে সুরক্ষিত মেইল পাঠানো সম্ভব।

কনফিডেনসিয়াল মোড ব্যবহার করে গ্রাহকরা পাসওয়ার্ডযুক্ত ইমেইল পাঠাতে পারেন। অর্থাৎ এই মেইল পাঠানোর সময় একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন প্রেরক। প্রাপককে সেই মেইল ওপেন করতে হলে পাসওয়ার্ডটি জানতে হবে। তা না হলে কোনোভাবেই তিনি সেটা ওপেন করতে পারবেন না।

অর্থাৎ কনফিডেনসিয়াল মোড হলো সুরক্ষিত উপায়ে ইমেইল পাঠানোর পদ্ধতি যা তৃতীয় কারও পক্ষে ওপেন করা সম্ভব নয়। এই উপায়ে ইমেইল করার পদ্ধতি অনেকে জানেন না। চলুন দেখে নেয়া যাক কনফিডেনসিয়াল মোড ব্যবহার করে ইমেইল পাঠানোর পদ্ধতি-

পূর্বশর্ত:

  • ইন্টারনেট সংযোগ-সম্পন্ন পিসি বা ল্যাপটপ লাগবে এবং আপনাকে জিমেইলের আপডেটেড ভার্সন ব্যবহার করতে হবে
  • জিমেইল অ্যাপের সর্বশেষ ভার্সন আছে এমন আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে

পদ্ধতি

  • আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করুন
  • ওপরের বাম পাশে কম্পোজ অপশনে ক্লিক করুন
  • কম্পোজ উইন্ডোতে প্রাপকের মেইল অ্যাড্রেস যুক্ত করুন এবং ইমেইল বার্তা লিখুন
  • এবার যেখানে সেন্ড অপশনটি আছে তার একেবারে ডানপাশে ঘড়ি চিহ্নযুক্ত একটি অপশনে ক্লিক করুন এবং সেখানে ‘কনফার্ম বাই এসএমএস পাসকোড’ অপশনে সিলেক্ট করুন
  • এক্সপাইরেশন লিমিট (কখন এই মেইলটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে) নির্দিষ্ট করুন
  • এ পর্যায়ে যাকে ইমেইল করছেন তার কোন ফোন নম্বরে পাসওয়ার্ডটি পাঠাবেন তা দিতে হবে
  • এরপর প্রাপক আপনার দেয়া পাসওয়ার্ডযুক্ত একটি মেসেজ পাবে। তখন তিনি জিমেইলের ইনবক্সে গিয়ে এই পাসওয়ার্ডটি প্রবেশ করানোর মাধ্যমে আপনার মেইলটি ওপেন করতে পারবেন।
  • যখন প্রাপক তার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে আসা কোড দেবেন কেবল তখনই তিনি মেইলটি খুলতে সক্ষম হবেন

ডি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত হাইকোর্টে স্থগিত
২০ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে কোটি কোটি জিমেইল, কারণ কী
নাটোরে পলকের বিরুদ্ধে আরও এক মামলা
আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড জানেন শুধু পলক