ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পিএসসি প্রকাশিত আসন বিন্যাসের বিজ্ঞপ্তিতে ভুল!

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ , ০৭:২২ পিএম


loading/img

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ (সোমবার) বিকেলে কমিশনের সাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে শুরু হওয়ার কথা। কিন্তু পিএসসি প্রকাশিত আসন বিন্যাসের তালিকায় দেখা গেছে, তারা ৩ মে উল্লেখ করলেও সাল উল্লেখ করেছে ২০১৭।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন গ্রাহকরা। এই ভুলটি চিহ্নিত করে কেউ কেউ বলছেন, পিএসসি কী করে এমন ভুল করলো? পিএসসির এই ভুলের ছবি দিয়ে আবার কেউবা বলছেন, পিএসসির কাছে এমন ভুল কাম্য নয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিজ্ঞপ্তি অনুসারে ৩ মে সকাল ১০ টা থেকে সকাল ১২টা পর্যন্ত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ এর মধ্যে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার হলে ক্যালকুলেটর ও ঘড়ি নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার প্রতিটি হলে সময় দেখার জন্য ঘড়ি থাকবে। পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানায় পিএসসি।

ডি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |