ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জাবিতে ধর্মঘটে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অচল (ভিডিও)

জাবি প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ , ১১:১৯ এএম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে টানা ধর্মঘট ও অবরোধে, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে মঙ্গলবার সকাল থেকে তৃতীয়দিনের মতো আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরোনো প্রশাসনিক ভবন এবং বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের প্রবেশ ফটকে অবস্থান নেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ও পুরোনো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া পুরোনো প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অপসারণ মঞ্চ করে অবস্থান নিয়েছে তারা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------
আরো পড়ুন: জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর, পরীক্ষার্থী সাড়ে ২৬ লাখ
---------------------------------------------------------------

সর্বাত্মক অবরোধের কারণে কয়েকটি বিভাগে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

এদিকে চলমান আন্দোলনে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিঘ্নিত হচ্ছে জানিয়ে আন্দোলনকারীদেরকে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সংগঠন ‘অন্যায়ের বিপক্ষে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’। পাশাপাশি আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বিজ্ঞাপন
Advertisement

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |