৯ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব
আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র পার করলো ৪৫ বছর। বিগত সাড়ে চার দশক কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত শিক্ষার্থী শুভানুধ্যায়ীদের প্রাণখোলা আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর দিয়ে মুখরিত হবে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন।
এ উপলক্ষে ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে সুসজ্জিত ও বর্ণিল র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হবে কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব।
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভবনে সকাল ১০টায় দিনব্যাপী প্রীতি সমাবেশ শুরু হবে, চলবে রাত ১০টা পর্যন্ত। বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেবেন সারাদেশ থেকে ১০ হাজার আমন্ত্রিত অতিথি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসবে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৫ বছর পূর্ণ হয়েছে তার।
প্রসঙ্গত, স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন, চিন্তাশীল ও সৃজনশীল মূল্যবোধসম্পন্ন, শক্তিশালী মানুষ তৈরির লক্ষ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৫ বছর থেকে কাজ করছে।বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গৎ-বাঁধা, ছক-কাটা, প্রাণহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয় সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোর পঠন-পাঠন এই কাজের অন্তর্ভুক্ত।
মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্নবিষয়ক জ্ঞান ও রুচিশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তাচেতনার বিকাশ ঘটানো এর উদ্দেশ্য। এমনটাই বলছেন সাহিত্য প্রেমীরা।
মন্তব্য করুন