• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চন্দ্রকলা থিয়েটার পদক পাচ্ছেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ২০:৫৩
জাহাঙ্গীর আলম হৃদয়

‘চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪’ পাচ্ছেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ঢাকাস্থ দনিয়া স্টুডিও থিয়েটার হলে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে।

চন্দ্রকলা থিয়েটার পদকে হৃদয়কে মনোনিত করায় তিনি ঢাকা চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। হৃদয় বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মঞ্চ নাটক ছড়িয়ে দিতে থিয়েটারকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, অনেকেই থিয়েটার জগত থেকে টেলিভিশন জগতে গিয়ে সেলিব্রিটি হয়েছেন। কিন্তু যে মঞ্চ থেকে তিনি উঠে এসেছেন সেটিই ভুলে যাচ্ছেন, যার কারণে মঞ্চ নাটকের পরিধি কমে যাচ্ছে। অতীতকে মনে রেখে আমাদের চলা উচিত।

হৃদয় চাঁদপুর শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির মৃত আবদুল খালেক পাটোয়ারীর ছেলে। তিনি ১৯৯০ সাল থেকে গণমাধ্যম কর্মী, মঞ্চকর্মীসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। বাবা আব্দুল খালেকের চাকরির সুবাদে হৃদয় চট্টগ্রাম থেকেই মূলত গণমাধ্যম কর্মী, থিয়েটার কর্মী এবং সামাজিক কর্মকাণ্ড শুরু করেন।

হৃদয় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেস ক্লাবের সহসভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত), চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্য, চাঁদপুর সাহিত্য একাডেমী ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চাটার মেম্বার।

এ ছাড়া নাট্যকার, নির্দেশক, কবি, অভিনেতা হিসেবেও হৃদয়ের পরিচিত রয়েছে। ২০০৭ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল