• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কুবিকে কখনও কালো তালিকাভুক্ত করা হয়নি : ইউসিএ 

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

  ৩১ মে ২০২২, ১০:২৮
কুবিকে কখনও কালো তালিকাভুক্ত করা হয়নি : ইউসিএ 
সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) কখনও কালো তালিকাভুক্ত করা হয়নি বরং অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ)।

গতকাল সোমবার (৩০ মে) রাত পৌনে ১১টায় এ ইউসিএ থেকে এই সম্পর্কিত ইমেইল পাওয়ার বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এই ইমেইলের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের অবসান ঘটল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যুক্তরাজ্যের কমিউনিটিভিত্তিক একটি গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যায়। এর সূত্র ধরে গত ২১ এপ্রিল বাংলাদেশেরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছে’ এমন সংবাদ প্রচার করলে বিতর্কের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে গত ৯ মে ইউসিএ উপাচার্যের সঙ্গে এ বিষয়ে ফোনে যোগাযোগের পাশাপাশি এ সম্পর্কিত তথ্য ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার অনুরোধ জানিয়ে ইমেইল দেওয়া হয়। এর প্রেক্ষিতে গতকাল ইমেইল বার্তায় ইউসিএ কর্তৃপক্ষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাসপেন্ড না হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন আরটিভি নিউজকে বলেন, আমার সঙ্গে ইউসিএ উপাচার্যের একাধিকবার ফোন ও ইমেইলে যোগাযোগ হয়েছে। আজ ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কখনোই কালো তালিকাভুক্ত ছিল না বরং তাদের এডমিশন এবং রিক্রুটমেন্ট অফিস আমাদের বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷

তিনি আরও বলেন, কিছু মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় ‘কুমিল্লা কালো তালিকাভুক্ত নয়’- এই প্রতিষ্ঠিত বিষয়টাকেও আবার প্রতিষ্ঠিত করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সময় ব্যয় করতে হয়েছে। তবে তারপরের প্রাপ্তিটা দারুণ। আসলে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্টিমেটলি সত্য কখনই গোপন থাকে না। অপসাংবাদিকতা কখনও জয়ী হয় না। বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করা আমার দায়িত্ব ও কর্তব্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করতে ও সুনাম অক্ষুন্ন রাখতে সবসময়ের মতোই আমার কাজ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্য কমিউনিটি ভিত্তিক একটি গণমাধ্যম ও বাংলাদেশের একটি বেসরকারি গণমাধ্যমে খবরে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ)- এমন একটি খবর প্রকাশিত হয়। যেখানে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে দাবি করা হলে বিতর্কের ঝড় ওঠে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
৫২ বছর পরও বন্ধুত্বের বন্ধনে ৭০ ছুঁই ছুঁই চার নারী
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: ড. ইউনূস