রাবির লিগ্যাল সেলের নতুন প্রশাসক ড. সাদিকুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম সাগর।
মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে তিনি এ পদে যোগদান করেন।
দায়িত্বগ্রহণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের সদ্য বিদায়ী প্রশাসক অধ্যাপক শাহিন জোহরা প্রমূখ।
নতুন দায়িত্বগ্রহণের পর জানতে চাইলে ড. সাদিকুল ইসলাম বলেন, লিগ্যাল সেলের প্রশাসক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের আইনি বিষয়গুলো দেখব। বিশ্ববিদ্যালয় যেসকল আইনি জটিলতা, মামলা মোকদ্দমার মধ্যে আছে আমি সেই বিষয়গুলো দেখব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত আইনি জটিলতার কারণে নিয়োগ নিষেধাজ্ঞা আছে, যার ফলে আমাদের পঠন-পাঠন ব্যহত হচ্ছে। আমার প্রথম গুরুত্বের জায়গা এটি। এছাড়া ১৯৭৩ সালের অ্যাক্টকে সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করব। এজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে, গত ৫ মে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. সাদিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয় লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিগত সময়ে এই প্রশাসক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, হলের আবাসিক শিক্ষক, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ড. সাদিকুল ইসলাম ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০২২ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে চারটি আইন বিষয়ক পুস্তক প্রণয়ন করার পাশাপাশি তার দেশী ও বিদেশী আন্তর্জাতিক জার্নালে বেশ কিছু আইন বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন