• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

বাবাকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান জবির মেধাবী শিক্ষার্থী

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১৬:২০
ফতেহ আলী খান আকাশ ও তার বাবা। ছবি : সংগৃহীত

ফতেহ আলী খান আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মেধাবী শিক্ষার্থী। নিয়মিত গান করেন আরটিভির ফোক স্টেশনে। নিজের লেখা ও সুর করা বেশ কিছু গানও আছে তার। করোনা মহামারির ভয়াল সময়টায় পুরো দেশ যখন ছিল লকডাউনে তখন হাসপাতালে হাসপাতালে গিয়ে হাজির হয়েছেন করোনা আক্রান্তদের মাঝে, সুরেলা গলায় জীবনের গান গেয়ে উজ্জীবিত করেছেন অসহায় রোগীদের।

অথচ আজ তিনিই অসহায় হয়ে পড়েছেন ভাগ্যের কাছে। চোখের সামনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যে বাবা। মা মারা যাওয়ার পর থেকে যে বাবাই এতদিন হয়ে ছিল আকাশের পৃথিবী, তিনি আজ হৃদরোগে ধুঁকে ধুঁকে মৃত্যু পথযাত্রী। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বাবার। চিকিৎসার অর্থ জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের একটি কিডনি বিক্রি করতে চেয়ে অসহায় ছেলে পোস্ট করেছেন ফেসবুকে।

সেই পোস্টে ফতেহ আলী খান আকাশ লিখেছেন, ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫% এ নেমে আসছে। জরুরি ভিত্তিতে ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে- পেইসমেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেইসমেকার লাগানোর মতো এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো, আব্বুকেও বাঁচাতে পারবো।’

বুধবারের ওই পোস্টে আকাশ বলেন, ‘আজ (বুধবার) সকালে বাবাকে শেরে বাংলায় হৃদরোগ হাসপাতালে ভর্তি করাবো। সেখানে বাবার ট্রিটমেন্ট শুরু হবে। বাবার শরীরে পেসমেকার লাগানোর কথা বলছেন চিকিৎসকরা, কিন্তু এ মুহূর্তে পেসমেকার লাগানোর মতো টাকা আমার কাছে নেই। সেজন্যই কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে আমার পোস্ট দেওয়া। আমার কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা করাতে চাই।’

এই স্ট্যাটাসের পর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে আকাশ বলেন, ‘ক্যাম্পাস থেকে এখনো প্রশাসন যোগাযোগ করেনি, তবে বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোটভাই সবাই কল দিচ্ছে। বাংলা বিভাগের এক শিক্ষকও খোঁজ নিয়েছেন।’

আকাশের সহপাঠী মহিউদ্দিন রিফাত বলেন, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কতটা অসহায় পরিস্থিতির শিকার হলে ছেলে তার বাবার জন্য নিজের কিডনি বিক্রি করতে চায়? আঙ্কেলের জীবন বাঁচতে সবাইকে মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ করছি।

আকাশের সঙ্গে যোগাযোগের ঠিকানা - 01799510783 ও 01603581638

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’
‘হোয়াট ইজ এক দফা’ বলা ছাত্রলীগ নেতা এখন কাতারে
তিন দেশের বুলগেরিয়ান দূতাবাসে ভিসার আবেদন করতে পার‌বেন বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা
‘আন্দোলনের আসল সফলতা আসবে শিক্ষার্থীদের সময়মতো বিয়ের মাধ্যমে’