• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চীনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলাদেশের ৬ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ০৮:৫০
ছবি : সংগৃহীত

দেশ বা বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সমাবর্তন পাওয়া একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীরা সমাবর্তনে একাডেমিক রেগালিয়া পরে যে উৎসব করে থাকেন তাতে জীবনের একটি আনন্দঘন মুহূর্ত স্মৃতির পাতায় তারা আজীবন মেখে রাখেন। দেশের বাইরে এমন একটি সমাবর্তনে সাক্ষী হলেন বাংলাদেশের ৬ জন শিক্ষার্থী।

শিক্ষা অর্জনের জন্য দরকার পড়লে সুদূর চীনে যাও-এমন একটা ধারণা রয়েছে। এই সমাবর্তনও হয়েছে চীনে। চীনের জংনান ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড ল। ক্যাপ, গাউন, হুড শরীরে জড়িয়ে একাডেমিক ডিগ্রি নিয়ে আনন্দে ভেসেছিলেন তারা।

বৃহস্পতিবার (২০ জুন) চীনের স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টায় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনে বাংলাদেশের ছয় শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তারা হলেন ড. মো. শফিকুল ইসলাম, ড. কুমার দেবাশিস দত্ত, ড. মল্লিকা সাহা, ড. মাঞ্জুরুল আলম, ড. রেবেকা আহমেদ ও ফারেনা আহমেদ।

প্রথম পাঁচজন পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একজন শুধু মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। যার মধ্যে প্রথম তিনজন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মো. শফিকুল ইসলাম ডিগ্রি অর্জন করে ২০২২ সালে, মল্লিকা সাহা ও দেবাশিষ দত্ত ২০২১ সালে ডিগ্রি অর্জন করেন। বাকি তিনজন ২০২৪ সালে ডিগ্রি অর্জন করেন।

এরমধ্যে আইনে ডিগ্রি অর্জন করেন আইনজীবী মাঞ্জুরুল আলম ও রেবেকা আহমেদ।

এই সমাবর্তনে প্রায় ৮০০০ শিক্ষার্থী ডিগ্রি প্রাপ্ত হয়েছেন। যেখানে পিএইচডি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত হয় ১১২ জন, মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ৩৪৪৩ জন ও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন ৪৩৭৪ জন। এরমধ্যে ৬০ বা তার বেশি বিদেশি শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। এখানে মোট ২০টি স্কুলের শিক্ষার্থী এই সমাবর্তনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইয়াং চানমিং। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ আরও দুইজন শিক্ষার্থী বক্তৃতা রাখেন। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করেন।

সমাবর্তনে গ্র্যাজুয়েটদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রত্যেক স্কুল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকে। সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি চীনের উহানে ১৯৪৮ সালে স্থাপিত হয়।

সমাবর্তন পাওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, আজ আমার জন্য ঐতিহাসিক দিন। আজ জংনান ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড ল, উহান, চীন এর সমাবর্তনে অংশগ্রহণ করি। আসলে প্রোগ্রামটি ছিল অসাধারণ ও সুশৃঙ্খল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৭ ডিসেম্বর) যা দেখবেন
বাংলাদেশের সঙ্গে চীন-পাকিস্তানের মতো সম্পর্ক চায় না ভারত: জয়শঙ্কর
ঘুষ কেলেঙ্কারিতে চীনের ফুটবলারের ২০ বছর কারাদণ্ড
ভারতের পাশাপাশি চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে: শফিকুল আলম