• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ২০:২০
ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৬২ দশমিক ৫৮।

রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪০১। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩১ হাজার ৮১১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৭ হাজার ৭৯৭ শিক্ষার্থী উত্তীর্ণ হন। শিক্ষার্থীদের মধ্যে ৫ জন এ+, ৭০৪ জন এ গ্রেড, ২ হাজার ১৩৮ জন এ-, ২ হাজার ৭২২ জন বি, ২ হাজার ১৬১ জন সি ও ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
প্রেমিকাকে না পেয়ে অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন