• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

ঢাবির খাসির মাংসের তরকারিতে মিলল ১০ টাকার নোট

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ১৮:২২
ঢাবির খাসির মাংসের তরকারিতে মিলল ১০ টাকার নোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার একটি নোট পাওয়া গেছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

তরকারিতে ১০ টাকার নোট পাওয়া শিক্ষার্থী কাজী শামীম জানান, দুপুরে খাওয়ার জন্য খাসির মাংস অর্ডার করি। খাবার দেওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে ১০ টাকার নোট। পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি দুঃখ প্রকাশ করে খাবার রিপ্লেস করে দেয়।

এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের এই শিক্ষার্থী।

ক্যানটিনে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরাও খাসির মাংস অর্ডার করেছিলাম। কিন্তু এটি দেখার পর খাওয়ার রুচি পাইনি। তাই আর খাইনি।

ক্যানটিনের পরিচালক রিপন মোহাম্মদ বলেন, জুমার নামাজের পর সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।

মন্তব্য করুন

  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভাঙচুর
কোটা বাতিলের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরে পদার্পণ
বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শেখ হাসিনা