• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে জাবি শিক্ষকদের কর্মবিরতি

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ২২:৩৭
ছবি : আরটিভি

প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহারের দাবিতে চলমান রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক সমিতির নেতৃত্বে সমাজবিজ্ঞান অনুষদের নিচ তলায় পূর্বের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন থেকে সরেও আসলেও আমরা পিছপা হবো না। আমাদের শিক্ষাখাত নিয়ে এক ধরনের ষড়যন্ত্র চলছে। জাতিকে অন্ধকারে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা লেভেলে শিক্ষকসমাজ অবহেলিত। শিক্ষার্থীরা অবহেলিত। প্রত্যয় স্কিমকে আমরা কখনই পেনশন স্কিম বলতে পারি না। প্রধানমন্ত্রী আপনি প্রকৃত অবস্থা বোঝার চেষ্টা করুন। গোটা বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এর পেছনে যারা দায়ী তাদের বিচারের আওতায় নিয়ে আসেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থার্টিফার্স্ট নাইটে জাবিতে অভিযান: মদ্যপ অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৯
জাবিতে ধর্মতত্ত্ব অনুষদ চালুর দাবি
পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক