• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

সড়ক ও রেলপথ অবরোধ, চবি শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১৭:২৭
ছবি : আরটিভি

কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় আসতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা।

শিক্ষার্থীরা বলছেন, পুলিশে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করেছে। তবে শিক্ষার্থীদের দাবি সত্য নয় জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা পুরাতন রেলস্টেশন থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেছেন। তারা আমাদেরকে ধাক্কা দিয়ে দৌঁড়ে চলে গেছেন। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে নিহত নুর আলমের পরিবারের পাশে কুড়িগ্রাম জেলা প্রশাসন
আন্দোলনে আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিলো বিকেএমইএ
বেরোবি পেল শ্রেষ্ঠ গণিতবিদ উপাচার্য
‘জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন বন্ধ করা যাবে না’