রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে আসা একটি ট্রেন আন্দোলনের স্থান থেকে এক কিলোমিটার দূরে আটকা পড়ে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল ঘুরে ক্যাম্পাস-সংলগ্ন স্টেশন বাজারের গেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ কোটা আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়েছে। আর সেখানে প্রায় ৫ জন আহত হয়েছেন। কিন্তু আমাদের এ আন্দোলন যৌক্তিক। এখানে কেন পুলিশের হামলা হবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, রাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কোটার দাবিতে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
মন্তব্য করুন