• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

প্রত্যয় স্কিম: আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ১৩:২৯
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার (১৩ জুলাই) বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া।

তবে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন মুলতবি করার কোনো সিদ্ধান্ত হয়নি, বরং পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। অনুষ্ঠেয় ফেডারেশনের জরুরি সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন।

২০২৫ সালের জুলাই থেকে সর্বজনীন পেনশনে আসবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তবে ‘প্রত্যয় স্কিমে’ থাকবেন না। শিক্ষক নেতারা বলছেন, আগামী বছর থেকে সরকারের বাধ্যতামূলক একই স্কিম সবার জন্য করা হলে এবং শিক্ষকদের আর্থিক ক্ষতি না হলে, তারা সেখানে যেতে পারেন। এছাড়া সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখবেন শিক্ষকরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই আন্দোলন বেগবানে পোস্টার ও গ্রাফিতি ভূমিকা রেখেছে: আসিফ নজরুল
নতুন দুই কমিটি গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু